Saturday, December 20, 2014



বিশ্বকাপের ১ম দল হিসেবে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল ইংল্যান্ড এতে গত বিশ্বকাপের পর থেকে নিয়মিত ওয়ানডে অধিনায়ক অ্যালিস্টার কুক ক্যাপ্টেনসি থেকে বাদ পরার সাথে সাথে টিম থেকেও বাদ পরলটিমটা বেশ অনভিজ্ঞ ফলে ইংল্যান্ডকে হারানোর একটা ভালো চান্স হলেও হতে পারে আবার সবসময় মিডিয়া হাইপ নিয়ে এগোনো ইংল্যান্ড টিম এইবার কম ফোকাস পেয়ে ভালো করে ফেলতেও পারে অ্যালিস্টার কুকের জন্য একটু হলেও খারাপ লাগছেবেচারার বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হল না
ছবিতে ইংল্যান্ড টিমঃ মরগ্যান, মইন আলি, এলেক্স হেলস, বেল, ব্যালান্স, রুট,জেমস টেলর,বোপারা, বাটলার,ব্রড, ওকস,জর্ডান,ট্রেডওয়েল, ফিন এবং এন্ডারসন

No comments:

Post a Comment