বিশ্বকাপের ১ম দল হিসেবে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করল
ইংল্যান্ড । এতে গত বিশ্বকাপের পর থেকে নিয়মিত ওয়ানডে অধিনায়ক অ্যালিস্টার কুক
ক্যাপ্টেনসি থেকে বাদ পরার সাথে সাথে টিম
থেকেও বাদ পরল। টিমটা বেশ
অনভিজ্ঞ । ফলে ইংল্যান্ডকে হারানোর একটা ভালো চান্স হলেও হতে পারে । আবার সবসময় মিডিয়া হাইপ নিয়ে এগোনো ইংল্যান্ড টিম এইবার কম ফোকাস পেয়ে ভালো করে
ফেলতেও পারে । অ্যালিস্টার
কুকের জন্য একটু হলেও খারাপ লাগছে। বেচারার
বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ
হল না।
ছবিতে ইংল্যান্ড টিমঃ মরগ্যান, মইন আলি, এলেক্স হেলস, বেল, ব্যালান্স, রুট,জেমস টেলর,বোপারা, বাটলার,ব্রড, ওকস,জর্ডান,ট্রেডওয়েল, ফিন এবং এন্ডারসন
ছবিতে ইংল্যান্ড টিমঃ মরগ্যান, মইন আলি, এলেক্স হেলস, বেল, ব্যালান্স, রুট,জেমস টেলর,বোপারা, বাটলার,ব্রড, ওকস,জর্ডান,ট্রেডওয়েল, ফিন এবং এন্ডারসন
No comments:
Post a Comment